Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Monday, June 10, 2013

Hotspot Shield আইপি হাইডার- যারা ব্যবহার করেন তাদের জন্য জটিল একটা টিপস!!!



"বিসমিল্লাহির রাহমানির রাহিম"

মহান আল্লাহর নাম নিয়ে টেকটিউনসে  আমার সর্ব প্রথম পোস্ট শুরু করছি । জানিনা কতটুকু এগিয়ে জেতে পারব। তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভাল ও উপকারী কিছু উপহার দেওয়ার। যাই হোক অনেক কথা বলে ফেল্লাম এখন কাজের কথায় আশা যাক।

আমি আজ আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হল  Hotspot Shield আইপি হাইডার- সফটওয়্যার । এটা আমরা যারা অনলাইনে কম বেশী গুরা ফেরা করি তাদের সকলেরই কম বেশী প্রয়োজন পড়ে। অনেকেরই অনেক সময় বিভিন্ন কারনে বিভিন্ন ভাবে আই পি হইড সফটওয়্যারটার ব্যবহার করে থাকি। (কারণটা প্রায় অনেকেরই জানা তাই সেদিকে আর গেলাম না ) । বিভিন্ন প্রকার আইপি হাইডার নেট এ পাউয়া গেলেও এটা অনেক ভাল কাজ করে। কিন্তু এটার একটা বড় সমস্যা হল আমরা ব্রাউস করার সময় সব সময় অকারনে বার বার তাদের Advertise প্রদর্শন করে। ওয়েব পেজ এর উপর Banner Ads প্রদর্শন করে।এতে অনেক ঝামেলা হয় এবং  নেট ও স্লো হয়ে যায় ।
তাই  এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজ আপনাদের যে ট্রিকস তা শেখাব সেটা হল ঃ- আমরা সবাই ই প্রায় Fairfox এবং Googlechrome ব্যবহার করি। তাই এখন আমরা এই Fairfox এবং Googlechrome  ;; যথাক্রমে AdBlockPlus (ABP) এবং Adblock  - এডঅন্স ব্যবহার করব। তাহলে আমরা এই ব্রাউস করার সময় এড এর সমস্যা থেকে মুক্তি পাব। নরমালই আমরা যেভাবে ব্রাউস করি ঠিক সেভাবে ব্রাউস করতে পারব। কনো Extra Ads সমস্যা করবে না।।  AdBlockPlus (ABP) এবং Adblock  - এডঅন্স দুইটির লিঙ্ক নিচে দিয়ে দিলাম। আপনারা আপনাদের যার যার ব্রাউসার এ শুধু install করে নিবেন।

Mozilla FairFox :- http://adblockplus.org/en/firefox
Googlechrome   :- https://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom
আশা করি কিছু হলেও উপকারে আসবে। আমার নতুন ও প্রথম পোস্ট তাই কোন ভুল ত্রুতি হলে মাফ করে দিবেন। আর পোস্টটা কেমন লাগল কমেন্ট করে জানবেন। আপনারা উৎসাহ দিলে, পরবর্বিতে অনলাইন ফরেক্স ট্রেডিং নিয়ে মেগা টিউন শুরু করব ইনশাআল্লাহ...।।
সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। (আল্লাহ হাফেজ)
আপনি জানেন কি ? প্রত্যেক মানুশের আঙ্গুলের ছাপে আল্লাহু নামটি লিখা থাকে। মাশাল্লাহ!! সুবাহানাল্লাহ ।। তাই আসুন আমরা হাত দ্বারা গুনাহর কাজ থেকে বিরত থাকি। আমিন...।

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম