আমাদের সিলেট ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে
অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার এ অভিযোগ দাখিল করেন-১৮ দল মনোনীত মেয়র
প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কাহের শামীম।
অভিযোগে উল্লেখ করা হয়, মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয়
স্ত্রী রয়েছেন। তাদের নামে ঢাকার ওয়ারী এলাকায় (ফ্ল্যাট ৬ বি, ফরচুন
টাওয়ার সাউথ ভবনের ১১ তলা) ফ্ল্যাট রয়েছে। নির্বাচন কমিশনে দায়ের করা
হলফনামায় কামরান দ্বিতীয় স্ত্রী এবং উল্লিখিত ফ্ল্যাটের বিষয়ে কোন তথ্য উল্লেখ করেননি।
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে ডালিয়া সুলতানা হেপী
নামের কামরানের অন্য একজন স্ত্রী রয়েছেন বলে ছবিসহ রিপোর্ট প্রকাশিত হয়।
কামরান প্রথম স্ত্রী আসমা কামরানকে নিয়ে নগরীর ছড়ারপারে বসবাস করেন।
এছাড়া, মেয়র প্রার্থী কামরান নিয়ম বহির্ভূতভাবে দুজন গানম্যান ব্যবহার
করছেন বলে অভিযোগ করেছেন আবুল কাহের শামীম। এ ব্যাপারে তিনি এসএমপি কমিশনারের কাছেও একটি অভিযোগ দাখিল করেছেন।
No comments:
Post a Comment