Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Tuesday, June 11, 2013

প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে -পীর সাহেব চরমোনাই

প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে -পীর সাহেব চরমোনাই


মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে।
কোন পীর, কোন মুফতী ও কোন নেতা দলিল নয়। তারা তাদের অনুসারীকে জান্নাতে নেয়ার ক্ষমতাও রাখে না। একমাত্র কোরআন-হাদীস অনুসারে চললেই নাজাতের আশা করা যায়। পৃথিবীর ইতিহাসে ইসলাম প্রিয় ওলি আউলিয়াদের পদচারণায় এদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। তাদের দেখানো পথ অনুসরণ ও অনুকরণের মাধ্যমে প্রত্যেক মুসলমান তাদের মুক্তির পথ খুঁজে পেয়েছে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। তিনি পবিত্র কুরআনের আয়াত উল্লেখ্য করে বলেন, “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” তিনি আরো বলেন এক ওয়াক্তো সালাত কাজা করলে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই সাবধান কোনোক্রমেই সালাত ত্যাগ করা যাবে না। সামনে রমজান মাস আসছে। রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরযের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় বেশি তৈরি হয়। তিনি বলেন রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদিন আল্লাহ নিজেই দিবেন। যখন তিনি কবর এবং জাহান্নামের আযাবের বর্ণনা দিতে শুরু করেন তখন সকলের মাঝে কান্নার ড়োল পড়ে যায়।
গতকাল সোমবার রাতে নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে মুজাহিদ কমিটি নাঙ্গলকোট থানা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে তিনি উপরোক্ত নসিহত পেশ করেন।
 

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম