Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Wednesday, June 12, 2013

তত্ত্বাবধায়ক নিয়ে চুদুর বুদুর চলবে না: খোকা

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, “চুদুর বুদুর বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন, না হলে বাংলাদেশে যে ঘটনা ঘটবে তার জন্য দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে।

বরিশালে মেয়র প্রার্থী কামালকে লক্ষ্য করে গুলি - বুধবার, ১২ জুন ২০১৩

বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। এতে তার দেহরক্ষী গুলিবিদ্ধ হয়েছে।
পুলিশের গুলির তাৎক্ষনিক প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি।

সংবাদ সম্মেলনে সাথে সাথে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে বিএনপি।
 
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে: বরিশালে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে তার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ দাবি

আগামীকাল আল্লামা সাঈদীর কলিজার টুকরা রাফীক বিন সাঈদীর ১ম মৃত্যু বার্ষিকী....

তুমি চলে গেলে একা অবেলায়, তোমাকে মনে পড়ে তাই তোমারই শূন্যতা উড়াই আজো অব্যক্তবেদনায় ... অনাবিল শান্তিরস্পর্শে থাকো তুমি পরম করুণাময় মহান আল্লাহর কাছে এই আমাদের প্রার্থনা

এবার গ্রামীণ ফোনকে এড়িয়ে চলুন!



পোস্টটি লিকেছেন- 
গ্রামীণ ফোন জন্মলগ্ন থেকেই আমাদের মত পাবলিকদের ফরমালিনমুক্ত বাঁশ দিয়ে আসছে সারা দেশে যখন ইন্টারনেটেরর বিল কমানো নিয়ে আন্দোলণ শুরু হয়েছে সেখানে এই রক্ত চোষা কোম্পানী পাবলিকের সাথে হাস্যকর এক খেলায় মেতে

“পে পার ইউজ” প্যাকেজ ছাড়া ইন্টারনেট বিল কমাবে না রবি



সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে অপারেটরদের ফোনে ইন্টারনেট চার্জ কমানোর কথা জানা গেলেও শুধু "পে পার ইউজ" P1 প্যাকেজ ছাড়া ইন্টারনেট বিল কমাবে না বলে একটি অনলাইন গন মাধ্যমকে জানিয়েছে রবি
মোবাইল
চলুন জেনে নেই রবিতে পে-পার-ইউজ/ব্যবহার অনুযায়ী খরচঃ   পয়সা/কে বি (সকাল .০১

Tuesday, June 11, 2013

♥ নামাযের গুরুত্ব !!



"ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।" - [ সূরা আল্ বাকারাহ্ -৪৫ ]

"
আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয় " - [ সূরা আল্ বাকারাহ্ - ৪৩ ]

আসন্ন চার সিটি কর্পোরেশন নির্বাচনে কোন কোন প্রার্থীদের আগামী ১৫ই জুনে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন ?

পরিবর্তন আর কাঙ্ক্ষিত দৃশ্যমান উন্নয়নের
মহা পরিকল্পনার শপথ নেওয়া জাতীয়তাবাদী সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলের সমর্থিত খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট
সিটি কর্পোরেশন নির্বাচনে

প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে -পীর সাহেব চরমোনাই

প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে -পীর সাহেব চরমোনাই


মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রকৃত মুসলিম হয়ে কবরে যেতে হবে।

তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে বিষয়ের ইংগিত করা হচ্ছে তার অনুসরণ করো৷ তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন ৷




বাক্যে সম্বোধন করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে , মুসলমানদেরকেও ইসলাম বিরোধীদেরকেও এর অর্থ হচ্ছে নবী যদি-আল্লাহর হুকুম পালন করে দুর্নামের জুঁকি মাথা পেতে নেন এবং নিজের ইজ্জত আবরুর ওপর শত্রুর আক্রমণ ধৈর্যসহকারে বরদাশ্ করেন তাহলে

Monday, June 10, 2013

কিভাবে Shutdown command cancel করবেন?



প্রথম ধাপঃ
প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে New>Shortcut দিন

দ্বিতীয় ধাপঃ
এবার Location- লিখুন "shutdown-a"

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির এ নির্যাতনের শেষ কোথায় ?

শ্বশুরের হাত কেটে ধর্ষণ ঠেকালো গৃহবধূ



মানবজমিন ডেস্ক: ভারতের বিহারে দুই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর। তাদের স্বামীরা বাসার বাইরে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে শ্বশুরের হাত কেটে ফেলে তারা। পরে স্থানীয় থানার শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা দুজন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের রাজধানী পাটনার ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভানাস নামক গ্রামে ঘটনাটি ঘটে।

শক্তি সঞ্চয় করছে জামায়াত ইসলামী !!!!!

শক্তি সঞ্চয় করছে জামায়াত

বিরোধী দল হিসেবে আন্দোলন, সংগ্রামে জামায়াত সবচেয়ে সক্রিয়। তার সঙ্গে তারুণ্যের সংগঠন শিবিরের কর্মসূচি পুলিশ, র‌্যাব, ডিবিসহ সরকারের বিভিন্ন বাহিনী থামাতেই পারছে না। বিএনপির মত বড় একটি দলকে সরকার যখন কৌশলে গৃহবন্দি করে ফেলতে সক্ষম হয়েছে। অথচ জামায়াত শিবিরকে কুলিয়ে উঠতে পারছে না ৫ মে গণহত্যার পৃষ্টপোষক এই সরকার।

জামিনে মুক্ত বাবুনগরী ফিরলেন চট্টগ্রামে



ঢাকা অবরোধে ব্যাপক সহিংসতার পর গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জামিনে মুক্তির পর চট্টগ্রামে ফিরেছেন। অসুস্থ বাবুনগরীকে মঙ্গলবার ভোরে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারী সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে কথা যাবে মোবাইলে


দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস কল মোবাইলফোনে প্রচার করা হবে। পল্লী অঞ্চলে ছয় কোটি মানুষের মোবাইলে ভয়েস কলটি পাঠানো হবে। মঙ্গলবার থেকে এটি প্রচার করা হবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না !!!

 
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিং বা ইভিএম ব্যবহারের কোনো সম্ভাবনা নেই ।

কারণ হিসেবে কমিশন বলছে, একদিকে পর্যাপ্ত সংখ্যক ইভিএম নেই আর অন্যদিকে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রয়োজনীয় কোনো আইন বা বিধিও নেই।

ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য কেমন সব বৈশিষ্টের লোক প্রয়োজন?


এ রাষ্ট্র পরিচালনার জন্য এমন সব লোক প্রয়োজন-
১। যাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়
২। যারা আল্লাহর সামনে জবাবদিহিতার তীব্র অনুভূতি রাখে
৩। যারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়

 ৪। যাদের দৃষ্টিতে নৈতিক লাভ ক্ষতি পার্থিব লাভ ক্ষতির চাইতে অনেক মূল্যবান
get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম