Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Monday, June 10, 2013

জেনে নিন কিভাবে Google Earth এ ছবি এড করবেন - আশা করি কাজে আসবে।



লিখেছেনঃ Md Rahat Ali

আসসালামু আলাইকুম , আশা করি সবাই ভাল আছেন এবং আল্লাহর রহমতে ভালই থাকবেনআবারও ছুট্টো একটা টিপস নিয়ে ফিরে এলাম আপনাদের মধ্য । আশা করি আপনাদের ভাল লাগবে ।
কথা বলছি জনপ্রিয় Software Google Earth এর, সারা বিশ্বের ম্যাপ ব্রাউজ করার জন্য যেটি ব্যবহার করা হয় এই Google Earth পারলে আপনিও এড করতে পারেন নিজের তোলা ছবি তার জন্য আপনাকেwww.panoramio.com এই সাইটে Sign Up করে নিতে হবে
এর পরে Upload Photo ক্লিক করে হার্ড ড্রাইভ থেকে Upload করে  Rename or Title দিয়ে Map ক্লিক করে location দেখিয়ে save করে দিন। এভাবে যত পারেন তত Upload করেন আর Title দিয়ে Map করে দিন
যদি Upload করার সাথে সাথে Title দিতে এবং Map করতে না পারেন, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই Photo save থাকবে এবং পরে লগ ইন করে Your Photo’s ক্লিক করে যেই ছবিটি এড করতে চান তাতে ক্লিক করেন Title কিক করে Rename করুন পরে ডানদিকে Map Photo তে ক্লিক করে Location দেখিয়ে Save করে দিন বাস্ দেখবেন কয়েক দিন পর আপনার তোলা ছবি Google Earth এড হয়ে গেছে
তবে জেনে নিন কি কি কারনে আপনার তোলা ছবি Google Earth এড হয়েও হবে না অর্থাদেখাবে না। আমার জানা মতে কিছু সতর্কবার্তা নিচে দিলাম

১। আজেবাজে সিনারি এড করবেন না
২। ছবিতে অবশ্যই যাতে আপনার বা আপনার বন্ধুর অথবা যেকোনো ব্যক্তির চেহারা না থাকে সেদিকে লক্ষ রাখবেন কারণ এই ধরনের ছবি এড করা নিষিদ্ধ
৩। ছবিতে অবশ্যই বাহ্যিক রুপ অর্থাবাহিরের দৃশ্য প্রদর্শন করতে হবে
৪। ঘর,বাড়ী, দোকান অথবা কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীন অর্থাভিতরের দৃশ্য এড করবেন না
৫। ভালো করে এবং সঠিক Location দেখিয়ে ছবি Save করবেন
৬। Edit করা ছবি এড করবেন না
 তাহলে এবার আপনারা চেষ্টা করে দেখুন। ভাল থাকবেন - আল্লাহ হাফিজ।

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম