Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Wednesday, June 12, 2013

“পে পার ইউজ” প্যাকেজ ছাড়া ইন্টারনেট বিল কমাবে না রবি



সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে অপারেটরদের ফোনে ইন্টারনেট চার্জ কমানোর কথা জানা গেলেও শুধু "পে পার ইউজ" P1 প্যাকেজ ছাড়া ইন্টারনেট বিল কমাবে না বলে একটি অনলাইন গন মাধ্যমকে জানিয়েছে রবি
মোবাইল
চলুন জেনে নেই রবিতে পে-পার-ইউজ/ব্যবহার অনুযায়ী খরচঃ   পয়সা/কে বি (সকাল .০১
মিনিট থেকে রাত ১২.৫৯ মিনিট পযর্ন্ত),১পয়সা/কে বি (রাত টা থেকে সকাল টা পযর্ন্ত) ভ্যাট ছাড়া
আপনাদের জন্য নিউজটি তুলে ধরা হলো
ভবিষ্যতে মোবাইল ফোনে ইন্টারনেটের প্রবৃদ্ধির কথা বিবেচনা করে সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে সহযোগিতা করতে রবিপে পার ইউজ’ (P1) প্যাকেজের দাম পুনর্বিবেচনায় এনেছে। রবি সূত্র তথ্য দিয়েছে
দেশি মোবাইল সেবাদাতা রবি সব সময়ই বৈচিত্র্যময় সেবার মাধ্যমে গ্রাহকের কাছে নিজেকে ভিন্ন প্রমাণের করে এসেছে। ছাড়াও মোবাইল ফোনে ইন্টারনেটের দাম কমানোর মাধ্যমে গ্রাহক সেবা আরও বাড়ানো এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাই আমাদের উদ্দেশ্য। কথাগুলো জানালেন রবির নির্বাহী সহ-সভাপতি মাহমুদুর রহমান
তিনি বলেন, আমরা আশা করি, নতুন সেবাব্যয় নির্ধারণে আরও অনেক নতুন ইন্টারনেট ব্যবহারকারী  সামনে তথ্যপ্রযুক্তির উন্মুক্ত সুবিধা উপভোগ করতে পারবে। রবি মানুষের সম্ভাবনাকে জাগিয়ে দিতে চায়। আর কারণেই রবি সব সময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে
মুহূর্তে দেশে তিন কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে ৯৫ ভাগ মানুষ মোবাইল ফোনেই ইন্টারনেট উপভোগ করছেন। সুত্রঃ এখানে

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম