Blogger Widgets
বাঁশেরকেল্লা - Basherkella Get it!

LIKE

Subscribe to our RSS FeedFollow Us on TwitterBe our fan on Facebook

Monday, February 18, 2013

ENGLISH কে ভয় পান ? আর না এবার ENGLISH ই আপনাকে দেখলে ভয়ে পালাবে { পর্ব-১ SUBJECT এবং PREDICATE } (UPDATED)


প্রথমেই বলে রাখি যে আমি কোনও স্কুল এর টিচার না কেবল ক্লাস ১০ এর ছাত্র তাই অনেক প্রব্লেম আমি নাও পারতে পারি , তবুও আমি যতটা পারি চেষ্টা করবো উত্তরটা দেবার আর কোনও প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি প্রথমেই জেনেনি বাক্য বা Sentence কাকে বলে

সংজ্ঞাঃ A sentence is a word or a group of words making a complete meaning . (একটা বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছের সমষ্টিকে বাক্য বা Sentence বলে )

Major Sentences & Minor Sentences. 

Sentences framed with group of words are called Major Sentences .

 Single word Sentences and Verbless Sentences are called Minor Sentences . 

Minor Sentences এর ব্যবহার :
) খবরের কাগজের Headline উদাহরণঃ a)Deadbody in Tank. b) Accident snatched 5 lives প্রভৃতি  
)বিভিন্ন Advertise উদাহরনঃ a) Easy Home Loans . b) Dr. Shety in Delhi প্রভৃতি
)Telegram লেখার সময় উদাহরনঃ a) SORRY. (I am Sorry) b) MOTHER SERIOUS ( Mother is serious. ) প্রভৃতি

এবার আসি Major Sentence এর কথায়

Major Sentences এর দুটি পার্ট থাকে
a) উদ্দেশ্য বা Subject b)বিধেয় বা Predicate

THE SUBJECT: Persons or things thats are spoken of in a sentence. {বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়

THE PREDICATE: Word or words by which something said about the subject . { যে শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা Subject এর সম্বন্ধে কিছু বলা হয় } নিচে কয়েকটা উদাহরন দিলাম
   SENTENCES                                 SUBJECT                               PREDICATE

1) The sky is blue.                           The sky                              is blue .
2) We are happy.                              We                                   are happy .
3)All the students are present.              All the students                      are present.
4)Honesty is the best policy.                 Honesty                              is the best policy.
5)Do your duty.                              You ( এখানে You টা উহ্য আছে )            do your duty.

আজ এই পর্যন্তই পরের টিউন Sentence এর বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করবো , আশা করি তোমরাও আমার সাথে থাকবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কোনও অসুবিধা হলে তাও জানাবে যদি আমি পারি সল্ভ করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ নিচে তোমাদের প্র্যাকটিস করার জন্য কয়েকটা বাক্য দিলাম
a) Subject চিহ্নিত কর
1) The tiger was killed .
2)Time is the best killer.
3)Promises should be kept.
4)All are welcome here.
5)Who did it ?

b) Predicate চিহ্নিত করো
1)His silence proves his guilt.
2)Do not run in the sun.
3)Health is wealth.
4)If in doubt , wait and see.
5)Strange people they are!

No comments:

Post a Comment

get this widget here
 

ব্লগার নিউস

আমরা আমাদের সর্বাত্তক চেষ্টা করব আপনাদের আনন্দ ও ভালবাসা এবং আমাদের তরফ থেকে সাহযোগিতা করার জন্য। ধন্যবাদ।

ব্লগ রুল

“...আমি ভীতি এ ধরীত্রির; আমি শাসন-ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর- আমি চির-উন্নত শির!” - কাজী নজরুল ইসলাম